জাতিসংঘ শান্তিমিশনে নারীর সংখ্যা বাড়ানোর আহ্বান ড. ইউনূসের
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা প্রচেষ্টায় বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের প্রধান জ-পিয়েরে লেকরোয়া-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশ থেকে আরও বেশি নারীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে আমি উৎসাহ দেই।"
বর্তমানে বিশ্বের ১০টি শান্তিরক্ষা মিশনে ৫ হাজার ৬৭৭ জন বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
জ-পিয়েরে লেকরোয়া বলেন, "আমরা নারীদের কোনো নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আটকে রাখতে চাই না। শান্তিমিশনের সবক্ষেত্রেই জাতিসংঘ নারীদের নিয়োগ বৃদ্ধি করতে চায়।"
এ সময় যে কোনো সময় অতিরিক্ত ট্রুপ ও পুলিশ সদস্য মোতায়েন করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান ড. ইউনূস।
বৈঠকে মিয়ানমারে চলমান সংঘাত এবং সীমান্তে গোলাগুলিতে বাংলাদেশের বেসামরিক প্রাণহানি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে নাফ নদীর পাড়ে জীবনযাত্রা যেভাবে ব্যাহত হচ্ছে, তা উল্লেখ করে তিনি বলেন, এই অস্থিতিশীলতা ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহল ও সংশ্লিষ্ট পক্ষদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।