" হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পর ভয়ে নেতানিয়াহুর নতুন পদক্ষেপ - dailymorning.online

banner

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পর ভয়ে নেতানিয়াহুর নতুন পদক্ষেপ

 

গাজায় ১৫ জন চিকিৎসক ও ত্রাণকর্মী হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে করা তদন্তে ‘ভুলত্রুটি’র কথা স্বীকার করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স চাপা দিয়ে মাটিচাপা দেওয়ার কথা মেনে নেওয়া সত্ত্বেও ঘটনা আড়াল করার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

রবিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র।

এদিকে হামাস ইসরায়েলের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ আরও জোরদারের অঙ্গীকার করেছেন। হামাস জানিয়েছে, তারা যুদ্ধ শেষের একটি চুক্তির বিনিময়ে অবশিষ্ট বন্দিদের মুক্তির প্রস্তাব দিয়েছে।

 

সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/20/live-israel-kills-52-in-gaza-netanyahu-orders-army-to-step-up-attacks

Next Post Previous Post

banner