" মেঘনার একমাত্র পুরুষ রাষ্ট্রদূত, আমি তার বয়ফ্রেন্ড না - dailymorning.online

banner

মেঘনার একমাত্র পুরুষ রাষ্ট্রদূত, আমি তার বয়ফ্রেন্ড না

 

আলোচিত মডেল মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমির বলেছেন, ‘মেঘনার একমাত্র পুরুষ রাষ্ট্রদূত (সৌদি)। আমি তার বয়ফ্রেন্ড না।’

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় সমিরকে ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম।

শুনানি শেষে সমিরকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় মেঘনা তার গার্লফ্রেন্ড কিনা জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন, ‘না না। মেঘনা নিজেই আদালতে বলেছে, তার একমাত্র পুরুষ রাষ্ট্রদূত। যার সঙ্গে তার সম্পর্ক। আমি তার বয়ফ্রেন্ড না। সে আমার গার্লফ্রেন্ড না।’

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে আপনার পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না না। আমি রাষ্ট্রদূতকে চিনি না জানি না।’ তিনি আরও বলেন, ‘আমি নির্দোষ। আমি সঠিক বিচার চাই। রাষ্ট্রদূতকে আনা হোক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিকে আনা হোক। মেঘনাকে আনা হোক।’

সমির বলেন, ‘আমি নির্দোষ। আমি এ মামলার সঙ্গে জড়িত না। আমার সঙ্গে মেঘনা আলমের কোনো সম্পর্ক নেই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি জাপানে ছিলাম। আপনারা ধৈর্য ধরুন। সঠিক ফল আসবে। আমি যদি জড়িত হই, সরকার যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব।’

Next Post Previous Post

banner