" কর্মসূচি থাকলেও ফাঁকা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় - dailymorning.online

banner

কর্মসূচি থাকলেও ফাঁকা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও মিছিলের ডাক দিয়েছিল জাতীয় পার্টি। কিন্তু সাড়ে ৩টা বাজলেও হাতেগোনা কয়েকজন নেতাকর্মী ছাড়া প্রায় শূন্য কেন্দ্রীয় কার্যালয়। এ যেন কর্মী সংকটের চিত্র ফুটে উঠেছে জাতীয় পার্টির।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই কর্মসূচির ডাক দেন।


সরেজমিনে দেখা যায়, সাড়ে ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও ৩টা ৫৫ মিনিটে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়েই সমাবেশ শুরু হয়। দলটির চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে ৩টায় এলেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল খুবই সীমিত।


সমাবেশে জিএম কাদের বলেন, আমরা ইজরায়েলের হামলার প্রতিবাদ জানাচ্ছি। আমরা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি ঐক্য হওয়ার। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি এবং সবসময় পাশে থাকতে চাই।


তিনি বলেন, যেভাবে মুসলিমদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আমরা কেন প্রতিবাদ করব না। আমরা কি মানুষ থেকে পশু হয়ে গেছি? আমাদের মনুষ্যত্ব কি নষ্ট হয়ে গেছে? আমাদের সবাইকে দাঁড়াতে হবে তাদের পাশে। এ সময় তিনি সব মুসলিম দেশকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমাপনী বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল করে দলটি। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয় নগর দিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner