" জি এম কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন’কালবেলা ডেস্ক - dailymorning.online

banner

জি এম কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন’কালবেলা ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন বলে মন্তব্য করেছেন দলটির আরেকাংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।


শনিবার (১২ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।


বিবৃতিতে দেশব্যাপী দলীয় সব নেতাকর্মীকে আস্থার সঙ্গে এরশাদের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাজী মো. মামুনুর রশিদ।


তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে নেতৃত্বের দুর্বলতার কারণে দলীয় নেতাকর্মীদের মনোবলে চিড় ধরেছে। স্বঘোষিত চেয়ারম্যান জি এম কাদেরের স্বজনপ্রীতি, অর্থলিপ্সা, সংগঠন ও দেশবিরোধী সিদ্ধান্তে সবাই বিক্ষুব্ধ। এ অবস্থায় কেন্দ্রীয়সহ বিভিন্ন জেলা-উপজেলার নেতারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করছেন।’


তিনি অভিযোগ করে আরও বলেন, ‘দলের দায়িত্ব গ্রহণের পর জি এম কাদের নেতাদের অবমূল্যায়নের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। সবার সিদ্ধান্তের বাইরে গিয়ে ২৪-এর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ কেউ মেনে নিতে পারেনি।’


বিবৃতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কাজী মামুন বলেন, ‘ইনশাআল্লাহ অচিরেই জি এম কাদের তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন। আমরা ঐক্যবদ্ধভাবে সারা দেশে দলকে সংগঠিত করে পল্লিবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব।’
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner