" বিএনপি নেতার গ্রেপ্তারের প্রতিবাদে যান চলাচল বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ - dailymorning.online

banner

বিএনপি নেতার গ্রেপ্তারের প্রতিবাদে যান চলাচল বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

সিএনজি স্টেশনের সিরিয়াল নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে সমন্বয়ক ও পুলিশের করা মামলায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ইদ্রিস মিয়াকে শনিবার (১২ এপ্রিল) দুপুরে আটক করেছে পুলিশ। বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কোম্পানীগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিক নেতারা।


শনিবার দুপুরে শ্রমিক নেতাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরা কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লার বাস চলাচল বন্ধ করে দেয়।


পরে পরিবহন শ্রমিক ও নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর-নবীনগর সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কে সমাবেশ করে।


সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরে সমন্বয়ক ও পুলিশের করা প্রহসনের মামলায় বিএনপি নেতাকর্মীদের বিনা অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে।


৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারা দেশে থানাগুলোতে হামলা হলেও মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার নির্দেশে বিএনপি নেতাকর্মীরা থানা পাহারা দিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেছে। তাদের খাবারের জোগান দিয়েছে। আজকে সেই পুলিশ থানা রক্ষা করা বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। আমরা এই গ্রেপ্তার ও পুলিশি হয়রানির নিন্দা জানাই। অবিলম্বে এই প্রহসনের মামলা প্রত্যাহার ও আটক সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি। অন্যথায় আমরা আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেব।


এ সময় বক্তব্য দেন- বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান মাহমুদ, শ্রমিক নেতা জাকির হোসেন, ওয়াসিম ও ইয়াসির আরাফাত। এ সময় বিএনপি নেতা শাহজাহান মিয়া, ওমর উল্লাহ ওমর, কামাল হোসেনসহ উপজেলা বিএনপি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner